উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
দু’দিনের সফরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা হয়ে সাগরে গতকাল রাতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি কুলপি করঞ্জলিতে সভা করে ছিলেন। সেই সভা পরে মহা জনসভায় পরিণত হয়ে যায়। এরপর সেই রাতেই তিনি সাগরে পৌঁছে বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক সারেন। বৃহস্পতিবার সাতসকালে কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেন।
এরপর সাগরে প্রণাম শেষে পায়ে হেঁটে যোগ দিলেন “চায়ে পে চর্চা”য় ৷ আজ মুড়িগঙ্গা নদীর পারের বটখালি গ্রামে যান তিনি। সেখানেই “চায়ে পে চর্চা” অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলেই গঙ্গাসাগরে জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতির।
আরও পড়ুনঃ কাঁথিতে কী বলবে শুভেন্দু! মুখিয়ে জনতা
আরও পড়ুনঃ সোনামুখী থানার সামনে অবস্থান বিক্ষোভ, বিজেপির মহিলা মোর্চা কর্মীদের
আরও একটি সভা রয়েছে নামখানায়৷ দিলীপ ঘোষ বলেন, “এখনকার মানুষ ভালো নেই৷ ভগবানের ভরসায় বেঁচে থাকেন। টাকা এলেও উন্নয়ন হয়নি৷” আরও বলেন, “সারা রাজ্যের মতোই বিজেপি করার অপরাধে এখানকার কর্মীদের মারা হচ্ছে৷ তৃণমূল যত হেরে যাওয়ার ভয় পাচ্ছে তত হিংস্র হয়ে উঠছে৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584