নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরের ট্যাক্সি চালকদের গত প্রায় তিন মাস ধরে রোজগার বন্ধ। তারা এখন বাড়িতেই বসে। কিন্তু রোজগার বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক সমস্যার মধ্যে পরিবার নিয়ে তারা।
তাদের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালেন বিজেপির ইসলামপুর টাউন মন্ডল। এই সংগঠনের উদ্যোগে ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় রবিবার চালকদের হাতে আলু, সোয়াবিন সবজি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বন্টন করা হয়।
আরও পড়ুনঃ করোনা সৈনিকদের জন্য সুরক্ষা সামগ্রী দিল লায়ন্স ক্লাব
জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য জানান, ট্যাক্সি চালকদের এই মুহূর্তে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার নিয়ে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
এই খবর পেয়ে তারা ওই চালকদের জন্য এই উদ্যোগ নিয়েছেন। সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জেলা সাধারণ সম্পাদক শিউলি সরকার প্রমূখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584