মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির এক মণ্ডল সম্পাদকের বাড়ি ও দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মাথাভাঙা থানার গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও।
গোপালপুর এলাকার বাসিন্দা বিজেপির মণ্ডল সম্পাদক রঞ্জন বর্মণ অভিযোগ করে জানান, গতকাল সকালে একটি পারিবারিক বিরোধ হয়। তারপর রাতে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বাহিনী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এরপর গোপালপুর ও মাঝেরবাড়ি এলাকায় থাকা তাদের দুটি কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
বিজেপি নেতা রঞ্জন বর্মণ বলেন, “পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের বাড়ি, দলীয় কার্যালয় সব জায়গায় ভাঙচুর চালাচ্ছে। উল্টে পুলিশ আমাদের লোকজনকেই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। গতকাল রাতেও আমাদের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওই পক্ষপাত মূলক আচরণ আমরা মেনে নিতে পারছি না। তাই প্রয়োজনে রাস্তা অবরোধ অথবা থানা ঘেরাও করে প্রতিবাদ জানাব।”
এদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের দাবি, বাব্লু বর্মণ নামে তাঁদেরই এক কর্মীর উপরে হামলা চালানো হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত পটাশপুর!বোমাবাজি-লুটপাট, মহিলাদের মারধরের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা ১ নম্বর ব্লক সভাপতি মহেন্দ্র বর্মণ ও গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি বর্মণ প্রায় একই সুরে বলেন, “বিজেপি এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে চক্রান্ত করছে। একদিকে আমাদের কর্মীদের উপর যেমন আক্রমণ করা হচ্ছে। তেমনি নিজেরাই নিজেদের বাড়ি ও কার্যালয় ভেঙে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে। অবরোধ, থানা ঘেরাও আন্দোলনের হুমকি দিচ্ছে। বিজেপির এই চক্রান্ত থেকে আমাদের কর্মীদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি।”
একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততটাই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। প্রায় প্রতিদিনই দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা অথবা দলীয় কার্যালয়ে হামলার খবর মিলছে। রাজনৈতিক মহলের ধারনা, রাজনৈতিক ভাবে উত্তেজনা প্রবণ কোচবিহার জেলা। তাই ভোট যত এগোতে থাকবে, দুই দলের মধ্যে উত্তাপ ততটাই বাড়তে থাকবে। বাড়তে থাকবে গণ্ডগোলের ঘটনাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584