কাটোয়ায় চাল সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা নাড্ডা’র, দিলেন রাধাগোবিন্দ মন্দিরে পুজো

0
83

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ

কাটোয়া জগদানন্দপুর গ্রামের মাঠে কৃষক সুরক্ষার বিশাল জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

jp nadda  | newsfront.co
জগত প্রকাশ নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি। ছবিঃ এএনআই

শনিবার জনসভা করার আগে তিনি রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন। তারপর গ্রামের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। এছাড়াও তিনি গ্রামে চাল সংগ্রহ কর্মসূচির শুভ সূচনা করেন।

তিনি জানিয়েছেন যে, “আমাদের সরকার কৃষকের জন্য নয়া কৃষি বিল এনে কৃষকদের সুরক্ষা দিয়েছে। বিরোধীরা কৃষি বিল নিয়ে অপপ্রচার, মিথ্যা কথা বলে কৃষকদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের নীতি আদর্শের দিক থেকে এই নয়া কৃষি বিল কৃষকদের স্বার্থে সমস্ত রকম কাজ করবে।”

public meeting | newsfront.co
ছবিঃ এএনআই

তিনি আরো জানিয়েছেন যে বাংলার কৃষকরা সমস্ত দিক থেকে বঞ্চিত এবং অবহেলিত তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম ঠিকমতো পায় না। আমরা চাই উৎপাদনশীল কৃষকরা তারা সুরক্ষিত থাকুক এবং কৃষক বন্ধুরা দেশের প্রধান সম্পদ। বিজেপি সব সময় কৃষকের স্বার্থে কাজ করে এবং তাই নয়া কৃষি বিল কৃষকদের সুরক্ষা দেবে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে হাসপাতালে দগ্ধ হয়ে নবজাতকের মৃত্যুতে শোকপ্রকাশ মোদী-কোবিন্দের, ক্ষতিপূরণের ঘোষণা

bjp leader jp nadda | newsfront.co
ছবিঃ এএনআই
bjp leaders | newsfront.co
মন্দিরে পুজো দিচ্ছেন জেপি নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব। ছবিঃ এএনআই

আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি জানান যে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে তাই এখানে বিজেপি ক্ষমতায় আসীন হয়ে বাংলায় সোনার বাংলা গড়ে দেবে। তিনি মুসতলি গ্রামে মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। এবং জনসভা মঞ্চে ৮জন কৃষকের হাতে শষ্য তুলে দেন। এছাড়াও গ্রামের কৃষকদের কাছ থেকে এক মুঠো করে চাল সংগ্রহ অভিযানে শামিল হন।

আরও পড়ুনঃ মুখ পুড়ল ট্রাম্পের, পোয়া বারো সোশ্যাল বাজারের

bjp leader jp nadda | newsfront.co
মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজন। ছবিঃ এএনআই

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায় রাহুল সিনাহ, জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ এবং রাজিব ভৌমিক সহ অনেকে। এদিনের সভায় ব্যাপক কর্মী-সমর্থক হয়েছিল বলে জানা গিয়েছে। নেতারা জানিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের কাছ থেকে এই ধরনের গ্রামে গ্রামে গ্রাম সভা এবং চাল সংগ্রহ করার অভিযান চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here