ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা কপিল মিশ্র রবিবার ডিসিপিকে পাশে দাঁড় করিয়ে রেখেই দিল্লি পুলিশকে রীতিমতো হুমকি দিয়ে জাফরাবাদ ও চাঁদবাগ এলাকায় চলতি নতুন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন তুলে দিয়ে এলাকা খালি করতে বলেন। তিনি এই জন্য দিল্লি পুলিশকে তিনদিনের সময়ও বেঁধে দিয়েছেন। তিনি জানান, ” ট্রাম্প ফিরে যাওয়া পর্যন্ত আমরা শান্তি বজায় রাখছি। কিন্তু তারপরেও যদি রাস্তা খালি না হয় তাহলে আপনার কথাও শুনবো না।”
শনিবার রাতেই উত্তর দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন চত্বরে প্রায় দুশো আন্দোলনকারী যার মধ্যে বেশির ভাগ মহিলা জমায়েত হয়। তারা নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি এর বিরোধিতার সঙ্গে সঙ্গে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের আহ্বানে রবিবারের ‘ভারত বন্ধ’এর সমর্থনে আন্দোলন শুরু করে।
दिल्ली पुलिस को तीन दिन का अल्टीमेटम – जाफराबाद और चांद बाग की सड़कें खाली करवाइए इसके बाद हमें मत समझाइयेगा , हम आपकी भी नहीं सुनेंगे, सिर्फ तीन दिन@DelhiPolice pic.twitter.com/9ozTazMZew
— Kapil Mishra (@KapilMishra_IND) February 23, 2020
রবিবার বিকেলের দিকে বিজেপি নেতা কপিল মিশ্রর নেতৃত্বে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিল জাফরাবাদের দিকে গেলে উত্তেজনা বাড়ে।এমনকি দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুুড়ি হয় বলে পুলিশের দাবি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে।
কপিল মিশ্রর বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও দিল্লী নির্বাচনের প্রচারের সময় ইলেকশন কমিশন তাঁকে ‘ভারত বনাম পাকিস্তান’ মন্তব্যের জন্য ৪৮ ঘন্টা প্রচার করতে দেয়নি। নির্বাচনী প্রচারের সময় কপিল মিশ্রর মুখ থেকে ‘দেশকে গাদ্দারোকো, গোলি মারো..’, ‘জিন্নাহ রাজনীতি’ প্রমূখ বিদ্বেষের স্লোগান শোনা যায়। এমনকি ‘আম আদমি পার্টি’র নাম বদলে ‘মুসলিম লীগ’ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584