মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
জল্পনার অবসান। তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেই তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের। এদিন মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন মন্ত্রী তথা ডুমুরজলার প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, জানালেন তিনি লজ্জিত ও অনুতপ্ত।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ৯ মাস পর আবার তৃণমূলে ফিরলেন তিনি। এদিন তৃণমূলে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন মন্ত্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গোটা ভারতের ‘মা’ বলেও সম্বোধন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য বারবার ক্ষমা চেয়েছেন রাজীব। বলেছেন, তিনি লজ্জিত। এদিন ঘাসফুলে যোগ দিয়ে বিজেপি বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
কটাক্ষ করে বলেছেন, “বিজেপি কোনওদিনই মানুষের জন্য ভাবেনি। আমি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বারবার বলেছিলাম পেট্রোল-ডিজেলের দাম এভাবে বাড়ালে সাধারণ মানুষ আরও সমস্যার সম্মুখীন হবে। কিন্তু আমার কোনও কথাই শোনেনি নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের আগে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল আমাকে। তাই দলবদল করেছিলাম। ভেবেছিলাম মানুষের জন্য কাজ করতে পারবো। কিন্তু এসব কিছুই করতে পারিনি। বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম। তার জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত।”
এদিন ত্রিপুরার জনসভায় তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ‘যুব আইকন’ বলে সম্বোধন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অভিষেকই একদিন ভারতে নেতৃত্ব দেবে।”
আরও পড়ুনঃ সীমান্ত থেকে জোর করে কৃষকদের সরিয়ে দিলে সরকারি অফিসগুলি ‘গল্লা মান্ডি’তে পরিণত হবেঃ রাকেশ টিকাইত
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। নির্বাচনের পর একাধিকবার বিজেপির বিরোধিতা করতে দেখা গিয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তৃণমূলের স্বপক্ষেও কখনো কখনো সুর চড়িয়েছেন তিনি। আর এতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা আরও দৃঢ় হয়। অবশেষে সব জল্পনার অবহান ঘটিয়ে আজ রবিবার ত্রিপুরার জনসভায় তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584