এমন মহিলাদের দেহ বাজরা ক্ষেতেই পাওয়া যায়- বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্ক

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

“এমন চরিত্রের মহিলাদের দেহ সবসময় বাজরা ক্ষেতেই পাওয়া যায়।” হাথরাস গণধর্ষণ কান্ডে মন্তব্য ৪৪ টি ফৌজদারি মামলায় অভিযুক্ত বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তবের।

Ranjeet Shrivastav | newsfront.co
রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। ছবিঃ টুইটার স্ক্রিনশট

হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশের দাবি বন্ধ হোক একের পর এক যৌন নিগ্রহ, সেখানে প্রতিদিন রাজনৈতিক নেতাদের মন্তব্য প্রমাণ করেই চলেছে লিঙ্গ সংবেদনশীলতা( জেন্ডার সেনসিটাইজেশন) এদেশে মরীচিকা।

উত্তরপ্রদেশের বরাবাঁকির এক বিজেপি নেতা তদন্তের তোয়াক্কা না করেই দাবি করেছেন ধর্ষণে অভিযুক্ত চার উচ্চবর্ণের যুবক নাকি ‘নির্দোষ’। আরেক বিতর্কিত বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব মন্তব্য করেছেন , অভিযুক্তদের সাথে নাকি ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

আরও বলেন, এরকম মেয়েদের দেহ কেন সবসময় বাজরা ক্ষেত, আখের ক্ষেত, ঝোপ ঝাড় বা জঙ্গলেই পাওয়া যায়, কেন ধানক্ষেতে কখনও পাওয়া যায় না? শ্রীবাস্তবের মতে এটি হয়ত ‘অনার কিলিং’ এর ঘটনা।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ডে উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব সুপ্রিমকোর্টের

প্রসঙ্গত উল্লেখ্য, রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব নিজেই ৪৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত। শ্রীবাস্তবের দাবি, তিনি নিশ্চিত অভিযুক্ত চার যুবক নিরপরাধ, এদের যে পরিমাণ মানসিক নির্যাতন হচ্ছে তা কি সরকার ফেরত দিতে পারবে!!

আরও পড়ুনঃ শোপিয়ানে রাতভর অভিযান, খতম ২ জঙ্গি

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন , এই সব মানুষদের কোনো ভাবেই রাজনীতির সাথে যুক্ত থাকা উচিত নয়। এঁদের মানসিকতা অত্যন্ত অসুস্থ এবং মধ্যযুগীয়। জাতীয় মহিলা কমিশন তাকে নোটিশ পাঠাবে।

বালিয়ার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং মহিলাদের পারিবারিক শিক্ষা ও সংস্কারের উপদেশ নিয়ে মাঠে নেমেছেন। তাঁর মন্তব্য ধর্ষণের ঘটনা কমাতে হলে মেয়েদের ‘সংস্কারী’ হতে হবে।

যোগী সরকার এই ঘটনায় একটি সিট গঠন করেন এবং পরবর্তীতে প্রবল জনমতের চাপে পড়ে সিবিআই তদন্তের কথা বললেও , মহিলা সংগঠন ও বিভিন্ন সমাজকর্মীদের প্রশ্ন এই মধ্যযুগীয় মানসিকতার মানুষজন যতদিন ক্ষমতার শীর্ষে থাকবেন আদৌ কি ন্যায়বিচার পাওয়া সম্ভব?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here