নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার অখিল ভারত সনাতন সাংস্কৃতিক মঞ্চ তথা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির পক্ষ থেকে গণ মহোৎসবের আয়োজন হল বড়মোহনপুরে কালীমন্দির প্রাঙ্গণে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকায় প্রায় একশো জন দুঃস্থ ব্যক্তির হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।কম্বলগুলি তুলে দেন উপস্থিত অতিথিরা। এছাড়াও একটি সভারও আয়োজন করা হয় এদিন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে খেলার মাঠে খুন হওয়া তাকবীর আলীকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা
সভা শেষে ছিল মহোৎসবে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। এলাকার প্রায় এক হাজার পাঁচশো জনের বেশি মানুষ এদিন এই মহোৎসবে অংশগ্রহণ করে। তবে এদিন বিজেপির অধিকাংশ কর্মীর দ্বারা অনুষ্ঠানটি পরিচালিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে জনসংযোগ গড়ার রাস্তা তৈরি করল বিজেপি বলে মনে করছে অনেকে। যদিও এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি নয় বলে দাবি এদিনের অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগড় দক্ষিণ মণ্ডলের বিজেপির সভাপতি রমা রঞ্জন দাসের।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে দুর্ঘটনায় মৃত করোনা আক্রান্ত ব্যক্তির দেহর দাবিতে পথ অবরোধ
তিনি বলেন, “এটি একটি ধর্মীয় সভা। যেখানে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা অংশগ্রহণ করেছে।” সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিকও অংশগ্রহণ করেন।যদিও উত্তম বারিক এখানে কেন উপস্থিত হয়েছিলেন তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।যদিও প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ উত্তম বারিকের এই অনুষ্ঠানে উপস্থিতি নতুন করে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করলো বলে মনে করা যায়।
আরও পড়ুনঃ বালুরঘাটের নয়া পৌর প্রশাসক বোর্ডের প্রতি অসন্তোষ প্রকাশ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবী তথা এদিনের এই অনুষ্ঠানের প্রধান বক্তা উত্তম বারিক,নারায়ণগড় দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি রমা রঞ্জন দাস। এ ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ক্ষুদিরাম মাইতি সহ অন্যান্যরা।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তথা কাঁথি মহকুমার দেশপ্রাণ ব্লকের সদ্যবিদায়ী তৃণমূলের ব্লক সভাপতি জেলা পরিষদের সদস্য উত্তম বারিক বিজেপির অনুষ্ঠানে যোগদান করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিজেপি নেতারা ওই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584