ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে এক আধিকারিক কে প্রকাশ্যে চড় সহ চটিপেটা করা টিকটক তারকা তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটকে বুধবার গ্রেপ্তার করা হয়। তবে পরে তিনি জামিন পেয়ে যান হিসর কোর্ট থেকে।
खट्टर सरकार के नेताओं के घटिया कारनामे!
मार्किट कमेटी सचिव को जानवरों की तरह पीट रही हैं आदमपुर, हिसार की भाजपा नेत्री।
क्या सरकारी नौकरी करना अब अपराध है?
क्या खट्टर साहेब कार्यवाही करेंगे?
क्या मीडिया अब भी चुप रहेगा? pic.twitter.com/2K1aHbFo5l— Randeep Singh Surjewala (@rssurjewala) June 5, 2020
গত ৫ই জুন আচমকাই রণমূর্তি ধারণ করেন এই বিজেপি নেত্রী। ‘আপত্তিজনক’ মন্তব্য করার অভিযোগে প্রকাশ্যে হরিয়ানায় এক আধিকারিককে চড় মেরে বার বার চটিপেটা করেন তিনি। এরপরই এই মারধরের ভিডিওটি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বিজেপি প্রার্থী হিসাবে ২০১২ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি ফোগাট, যদিও সে নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। সাম্প্রতিক চাষিদের একটি বাজার পরিদর্শন করছিলেন বিজেপী নেত্রী। কৃষকদের অভিযোগের একটি তালিকা নিয়ে কৃষিজ উৎপাদক বাজার কমিটির সদস্য সুলতান সিংয়ের কাছে গিয়েছিলেন সোনালি।অভিযোগ, আপত্তিজনক মন্তব্য করেন সুলতান সিং। তখনই প্রচণ্ড রেগে গিয়ে সোনালি ফোগাট ওই আধিকারিককে মারধর ও গালিগালাজ দেওয়া শুরু করেন। কথাকাটাকাটি চরম পর্যায়ে পৌঁছাতেই নিজের চটি খুলে সুলতান সিংকে প্রকাশ্যেই মারতে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে এমনই দৃশ্য ধরা পড়েছে। চটির মার খেতে খেতে ওই আধিকারিককে অনুরোধ করে বলতে শোনা যায় যে, তিনি অভিযোগগুলি নজরে রেখেছেন এবং সমস্যার সমাধান করবেন।
আরও পড়ুন:উপমুখ্যমন্ত্রী সহ ৪ মন্ত্রীর পদত্যাগ, মণিপুরে চরম সংকটে বিজেপি নেতৃত্বাধীন সরকার
এহেন ঘটনার পর পুলিশে ফোন করে ওই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করতে যান সোনালি। কিন্তু সূত্রের খবর, ওই আধিকারিক ক্ষমা চাওয়ার পরে তিনি আর অভিযোগ দায়ের করেননি। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিজেপির এই টিকটক তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584