আমরা ক্ষমতায় এলে এই রেল প্রজেক্ট সম্পন্ন করবঃ শুভেন্দু

0
110

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই ক্রমাগত জেলাজুড়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে যাচ্ছেন। একাধিক জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

কয়েক মাস আগে, নন্দীগ্রামের এক সভা থেকে, নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় হলে তাকে হাফ লাখ ভোটে হারানোর হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়, শুরু হয় রাজ্যজুড়ে রাজনৈতিক চর্চা।

তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে তাকিয়ে সকল রাজনৈতিক মহল। মঙ্গলবার নন্দীগ্রামের চারগলিয়াতে নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত হন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ নোটা-য় সর্বোচ্চ ভোট পড়লে নির্বাচন বাতিল প্রসঙ্গে কেন্দ্রের মত জানতে চায় সুপ্রিমকোর্ট

সেই সভা থেকেই কার্যত তৃণমূলকে তুলোধোনা করেন শুভেন্দু অধিকারী। নাম না করে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমোকে। তিনি বলেন, “রেলের প্রজেক্টটা সম্পূর্ণভাবে হয়নি ওনার জন্য, আমরা ক্ষমতায় এলে এই রেল প্রজেক্ট সম্পন্ন করব। একমাত্র প্রধানমন্ত্রী পারে এই স্বপ্ন সফল করতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here