আমপান ক্ষতিগ্রস্ত তালিকায় দোতালা বাড়ির মালিক বিজেপি নেতার নাম

0
153

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দ্বিতীয় দফায় আমপানের ক্ষতিপূরণে দুর্নীতিতে এবার নাম জড়ালো বিজেপি৷ অভিযোগ স্থানীয় এক বিজেপি নেতা দোতালা পাকা বাড়ির মালিক হওয়া সত্ত্বেও হাতিয়ে নিল আমপানের ক্ষতিপূরণের টাকা৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ধরমপুরে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম তপন মাল৷

house | newsfront.co
নিজস্ব চিত্র

আমপানের তান্ডবলীলা প্রায় আড়ায় মাস আগেই কেটে গিয়েছে। কিন্তু তার রেশ এখনো যায়নি। রাজ্যসরকারের পক্ষ থেকে আমপানে ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়৷ প্রথম দফায় দেখা যায় সেই ক্ষতিপূরণের তালিকায় তৃণমূলের নেতাকর্মীদের নামই রয়েছে। এই নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যসরকার কে নানান ভাবে তীর্যক কটুক্তি করে। ফলে বাধ্যহয়ে রাজ্য সরকার, যারা আমপানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু সেই সময় আবেদন করতে পারেন নি তাদের জন্য পুনরায় আবেদন করার সুযোগ করে দেন। কিন্তু দ্বিতীয় দফার এই ক্ষতি পূরণে এবার দুর্নীতি তে নাম জড়ালো বিজেপি।

paper | newsfront.co
স্ক্রিনশট।

গড়বেতা -২ ব্লকের পিংবনী গ্রামপঞ্চায়েতের অন্তর্ভুক্ত ধরমপুর গ্রামের স্থানীয় এক বিজেপি নেতা তপন মালের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা পড়েছে। উল্লেখ্য এই গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে ৷ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ওই বিজেপি নেতার নিজস্ব দোতলা পাকা বাড়ি,এমন কি তার গোয়ালঘর টিও পাকা। সেই লোকটি কিভাবে ক্ষতিপূরণের টাকা পায়? অথচ গ্রামের এমন অনেকেই আছেন যারা মাটির ভাঙা বাড়িতে অথবা কুঁড়ে ঘরে রয়েছেন, অনেকের ঘরের ক্ষতি হলেও তারা আবেদন করেও ক্ষতিপূরণের টাকা পায়নি।

এই ব্যাপারে গ্রামবাসীদের বক্তব্য বিডিও মারফত প্রতিটি বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দের তালিকা করা হয়েছে তারপরেও কিভাবে এই রকম দুর্নীতি হয়? তাদের দাবী অবিলম্বে ওই বিজেপি নেতার কাছ থেকে ক্ষতিপূরণের টাকা প্রশাসনিক ভাবে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। আর না হলে গ্রামের প্রকৃতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অথচ তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জলমগ্ন কোলাঘাট

একই বক্তব্য স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোর। তিনি জানান সরকার প্রকৃত ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন পত্র আহ্বান করেছিলেন। কিন্তু যাদের ক্ষতি হয়নি তারাই টাকা পেয়ে যাচ্ছে যা খুবই চিন্তার বিষয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে ওই সব ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here