ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বুধবার রাতে জম্মু-কাশ্মীরের বন্দিপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত এক বিজেপি নেতা ও তাঁর পরিবারের আরও ২ সদস্য।
BJP Senior leader and former Bandipora District President Sheikh Waseem Bari martyred with father and brother. pic.twitter.com/jjO5dJDlGV
— BJP Jammu & Kashmir (@BJP4JnK) July 8, 2020
ঘটনায় ইতিমধ্যে এই বিজেপি নেতার ১০ ব্যক্তিগত নিরাপত্তা অফিসারদের গ্রেফতার করা হয়েছে।
জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং জানিয়েছেন যে বন্দিপোরা জেলার বিজেপি সভাপতি শেইখ ওয়াসিম বারির উপর রাত ৯ টা নাগাদ জঙ্গিরা বন্দিপোরা থানার পাশে অবস্থিত তার দোকানের নিকটই গুলি চালায়। ঘটনায় তার বাবা বাশির আহমেদ ও ভাই উমর গুরুতর আহত হন । তিন জনকে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন মাধ্যমে এই হত্যার খোঁজখবর নেন এবং নিহত বিজেপি নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584