শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মহালয়ায় গঙ্গার ঘাটে তর্পণের অনুমতি মিললেও তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে দেওয়া যাবে না। চলতি বছরে এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। গত বছর মহালয়াতেও ‘ শহীদ’ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করার উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতারা।
এ বছর ফের সেই একই উদ্যোগ নিয়ে মঞ্চ বাঁধলেও মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সেই মঞ্চ খুলে দিল কলকাতা পুলিশ।ঘটনাস্থলে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য বাগবাজার ঘাটে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।প্রসঙ্গত, দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে কোভিড পরিস্থিতির জন্য চলতি বছরে মহালয়ার তর্পণ ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে কলকাতার আমজনতার কথা ভেবে সেই পথে হাঁটতে চায়নি কলকাতা পুলিশ।
মঙ্গলবার বিকেলে পুলিশ, পুরসভা, দমকল ও সিইএসসি-র এক বিশেষ বৈঠকের পর কিভাবে গঙ্গার ঘাটে করোনা স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে তর্পণ করানো যায়, তার রূপরেখা তৈরি করা হয়েছে। আর তারপরেই দক্ষিণবঙ্গের ২২ টি শহীদ পরিবারকে বাগবাজার ঘাটে নিয়ে এসে তর্পণ করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেইল মারফৎ অনুমতি চেয়েছিল বিজেপি।
আজ ওরা বলছে অনুমতি নেই। কি অঙ্ক চলছে আপনারা জানেন।’ তবে গোটা কর্মসূচির তদারকিতে থাকা বিজেপি নেতা সৌরভ শিকদার বলেন, ‘মঞ্চ খুলে ফেললেও তর্পণের কর্মসূচিতে কোনও অসুবিধা হবে না। পুলিশ জমায়েত নিষিদ্ধ করতে পারে, কিন্তু কোনও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দান করতে পারে না। তাই এই অনুষ্ঠান হবেই।’
আরও পড়ুনঃ মেট্রোয় যাতায়াতে কোনও ই-পাস লাগবে না বয়স্কদের
মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। সঙ্গে থাকবেন বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা। সব মিলিয়ে মহালয়াকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য অতিরিক্ত মাত্রায় সতর্ক পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584