উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও শিশির বাজোরিয়া। সেইসঙ্গে ছিলেন রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিন মুকুল রায় বলেছেন, একশো চব্বিশ টি পুরসভা এবং সাতটি কর্পোরেশন, যাদের মেয়াদ শেষ হয়েছে অথচ পুরসভা ভোট এখনও পর্যন্ত করা হয়নি সেগুলিতে আর প্রশাসক থাকার কোন দরকার নেই কারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে অথচ তারা ওই দায়িত্বে থেকে নির্বাচন বিধি ভঙ্গ করতে পারেন সেই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেন বিজেপি প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নিয়ম না মেনেই ডায়মন্ড হারবারে চলছে গেরুয়া শিবিরের দেওয়াল লিখন
মুকুল রায়ের অভিযোগ, ‘পুরসভাগুলো এখন তৃণমূলের অফিসে পরিণত হয়েছে। এখনও পুরোনো তারিখ দিয়ে কাজের অর্ডার দেওয়া হচ্ছে। ক্লাবগুলোকে অন্যান্য বারের মত এবারও চেক বিলি করা হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ করেছি। নির্বাচন কমিশন আমাদের অভিযোগ নিয়েছেন। যেখানে এগুলি পাঠাবার তারা এই অভিযোগ পাঠিয়ে দেবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584