শোভনের বাড়িতে বৈশাখীর বিলম্বিত ভাইফোঁটায় বিজেপির কেন্দ্রীয় নেতারা

0
139

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শুক্রবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার গোলপার্কের বহুতল আবাসনের ফ্ল্যাটে আসেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এক সপ্তাহ আগে শোভনের পারিবারিক বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের ভাইফোঁটায় নিমন্ত্রণ জানান বলে খবর। সেই নিমন্ত্রণ রক্ষা ও কিছু রাজনৈতিক কথাবার্তা বলতে বিজেপি নেতারা শোভনের ফ্ল্যাটে আসেন বলে সূত্রের খবর।

baisakhi bandyopadhyay | newsfront.co
শোভন, বৈশাখীর সাথে বিজেপির দুই কেন্দ্রীয় নেতা। নিজস্ব চিত্র

শুক্রবার রাত নটায় অরবিন্দ মেনন ও অমিতাভ চক্রবর্তী শোভনবাবুর সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে প্রায় দু ঘণ্টা ধরে বৈঠক চলে। শোভনবাবুর সঙ্গে দেখা করার পাশাপাশি দুই বিজেপি নেতা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটার উপহার তুলে দেন।

আরও পড়ুনঃ জাতীয় কংগ্রেসে নয়া তিন নীতি নির্ধারণ কমিটি, স্থান পেলেন বিদ্রোহী নেতারাও

বিজেপি সূত্রে খবর, দুহাজার একুশের বিধানসভা নির্বাচন নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন বিজেপির এই দুই শীর্ষ নেতা। বাংলায় বিধানসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে চায় বিজেপি। মূলত, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিজেপির সংগঠন খুবই দুর্বল। এদিকে এই দুই জেলায় শোভন চট্টোপাধ্যায়ের ভালো প্রভাব আছে। তার প্রচুর লোকবলও আছে। তাই তার পরামর্শ মেনে বিজেপি কাজ করতে চায়।

আরও পড়ুনঃ হুগলির মাটিতে দাঁড়িয়ে নাম না করে কল্যাণকে তোপ শুভেন্দুর

সম্প্রতি দীর্ঘ নীরবতা ভেঙে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে দেখা করেন। দেখা করার পর বিজেপিতে সক্রিয় হওয়ার কথাও জানান তারা। কিন্তু, দলের কোনও বৈঠকে তাদের দেখা যায়নি। বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎকার। তবে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুইজনই বিজেপি-র সদস্য। তাই আমরা ওদের কাছে যেতেই পারি।” এই বৈঠক নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here