হাসপাতালে মাস্ক বিহীন কৈলাস-মুকুল! বির্তকিত ছবি দেড় বছর আগের দাবি বিজেপির

0
119

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আক্রান্ত দিলীপ ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে ভর্তি করতে হয়েছিল সল্টলেকের বেসরকারি হাসপাতালে। যদিও এখন অনেকটাই ভাল রয়েছেন তিনি বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু শনিবার সন্ধ্যায় হাসপাতালের ভিতরে একটি ছবি রীতিমত শোরগোল ফেলেছে সংবাদমাধ্যমে।

covid affected dilip ghosh | newsfront.co
বিতর্কিত সেই ছবি

যেখানে দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত দিলীপ ঘোষের সঙ্গে বিনা মাস্কে কথাবার্তা বলছেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।

রাজনৈতিক সহকর্মী অসুস্থ হলে তার প্রতি দলীয় নেতৃত্বের সহমর্মিতা থাকতেই পারে, কিন্তু সব জেনেও কিভাবে বিপদের ঝুঁকি নেওয়ার চেষ্টা করলেন ওই দুই বিজেপি নেতা? না কি বিধানসভা ভোটের আগে এভাবে সহমর্মিতা জ্ঞাপনে দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা মিটিয়ে ফেলতে এভাবে বার্তা দিতে চাইলেন কৈলাস-মুকুল? সরাসরি এ প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘পুজোর শহরে নিজেদের অবহেলা করবেননা’, সহকর্মীদের উদ্বুদ্ধ করতে খোলা চিঠি অনুজ শর্মার

তবে শীর্ষ নেতৃত্বের এরকম কাণ্ডকারখানায় হতবাক দলীয় নেতৃত্বও। যদিও বিজেপির পক্ষে দাবি করা হয়েছে ছবিটি ভুয়ো। এই ছবিটা বছর দেড়েক আগে দিলীপ ঘোষের কোমরে অপারেশানের সময় কৈলাস দেখতে যান, তখনকার ছবি।

হাসপাতাল থেকে জানা গিয়েছে, শনিবার সকালে দিলীপবাবুর জ্বর ছিল কম। দুপুরে স্বাভাবিক আহার করেছেন তিনি। বুকের সিটি স্ক্যান হয়েছে তাতে ‘কিছু সমস্যা ধরা পড়েছে’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর কমায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা স্বাভাবিক রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here