শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি প্রতিনিধি দল। যে দলে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শিশির বাজোরিয়া।
রাজ্যের বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন হতে পারে, এমনটাই দাবি জানিয়ে সোমবার রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে দাবিপত্র তুলে দিয়েছে একটি প্রতিনিধি দল।
দাবিপত্রের সঙ্গে একটি ভিডিয়ো ক্লিপ জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, ওই ভিডিয়োতে নবান্নে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের একটি বৈঠকে সংগঠনের নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী করবেন বলে আশ্বস্ত করছেন।
আরও পড়ুনঃ গণতন্ত্রের লজ্জা! বিধানপরিষদের চেয়ারম্যানের চেয়ার ঘিরে ধাক্কাধাক্কি বিজেপি-কংগ্রেসের
এ ছাড়া ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও এই ফেডারেশনের কর্মীরা পক্ষপাতিত্ব করবেন বলে কমিশনে অভিযোগ করা হয়েছে। এই সংগঠনের নেতা-কর্মীদের ভোটার তালিকা সংশোধন থেকে ভোটগ্রহণ পর্যন্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না বলেও কমিশনকে দেওয়া দাবিপত্রে আবেদন করেছে বিজেপি।
২০১৯ লোকসভা ভোটের পর থেকে প্রায় প্রত্যেক দিনই তাঁদের দলের কর্মীদের খুন করছে তৃণমূলের দুষ্কৃতীরা, এমন অভিযোগ প্রায়ই করে গেরুয়া শিবির। রাজ্য সরকারের মদতেই পুলিশ প্রশাসন দেখেও দেখে না, দাবি বিজেপির। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি অনেক দিন ধরেই করে আসছিলেন দলের নেতারা। আর এবার নির্বাচন কমিশনে লিখিত আবেদন জানিয়ে এলেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ রিমোট কন্ট্রোলের মাধ্যমে জয়ঁগার ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
তাদের দাবি, ‘এই পুলিশ-প্রশাসন থাকলে সুষ্ঠু ভাবে নির্বাচন করা সম্ভব নয়। তাই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কেন্দ্রীয় বাহিনী না থাকলে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল তাঁদের প্রচার করতে দেবে না এবং বহু জায়গায় অশান্তির সৃষ্টি হতে পারে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584