নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দাঁতনের তররুই গ্রামে তৃণমূলের বিক্ষোভের মুখে পরল বিজেপি নেতৃত্ব। আক্রান্ত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দাঁতনে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সভাপতি! আর আজ সেই তররুই গ্রামেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিক্ষোভের মুখে পরল ।
কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।আর তার একদিন বাদে আবারও আক্রান্ত হয়েছিলেন বিজেপির এক শীর্ষ নেতা। উল্লেখ্য রাজনৈতিক সংঘর্ষে আহত দলীয় সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতা জয় ব্যানার্জি সহ কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা নেতৃত্ব আজ গিয়েছিলেন তরুরই গ্রামে। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়েন নেতৃত্ব। ভাঙচুর করা হয় নেতাদের গাড়ি । পুলিশ গেলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ তারিখ কৃষিতে ক্ষতিপূরণের ফর্ম বিলি নিয়ে দাঁতনের তররুই গ্রামে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এই ঘটনায় দুই পক্ষের ৬ – ৭ জন জখম হন। পুলিশে অভিযোগ দায়ের করেছেন দুই পক্ষই। সেই দিনের আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে তারুরুই গ্রামে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু গ্রামবাসীদের দাবী, বিজেপি আসার পরেই তাঁদের এলাকায় অশান্তি তৈরি হয়েছে। তাই গ্রামে আর কোনও বিজেপি নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হবেনা বলে গ্রামবাসীদের দাবী।
আরও পড়ুনঃ বিশ্ব ফার্মাসিস্ট দিবসে পদযাত্রা মহানগরী কলকাতায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584