মিমকে পিছনে ফেলে হায়দ্রাবাদে এগিয়ে বিজেপি

0
103

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী অনেকটাই এগিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ১৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৮২টি আসনে এগিয়ে বিজেপি। টিআরএস বা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বাকি ৩১টি আসনে এগিয়ে, আর আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এগিয়ে রয়েছে ১৬টি আসনে। যদিও এটা প্রাথমিক ট্রেন্ড।

Hyderabad election | newsfront.co

দেশের অন্যতম বড় নগর নিগমগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জিএইচসিএম। মোট ১ হাজার ১২২ জন প্রার্থী লড়াই করছেন এই নির্বাচনে। লড়াই চলছে মোট ১৫০টি আসনে। ১৪৯টি আসেন প্রার্থী দিয়েছে বিজেপি। ২০১৬ সালের নির্বাচনে ১৫০ আসনের মধ্যে টিআরএস জেতে ৯৯টি আসনে, এআইএমআইএম-এর দখলে যায় ৪৪টি আসন। বিজেপি পেয়েছিল ৩টি এবং কংগ্রেস ২টি আসন।

আরও পড়ুনঃ আজ জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে ভোট, নজরে ৭ নির্বাচনী এলাকা

তেলেঙ্গানার বিজেপি সাংসদ নির্বাচনের ফলের ট্রেন্ড দেখে বলেন যে, একটা জিনিস স্পষ্ট, তেলেঙ্গানার মানুষ পরিবর্তন চাইছেন। টিআরএস কে ক্ষমতায় রাখতে চাননা মানুষ। সম্পূর্ণ ফলের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here