ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মণিপুরে ৯ বিধায়কের সরকার থেকে সমর্থন তুলে নিয়ে কংগ্রেসকে সমর্থন করার ঘোষণায় ঘোর সংকটের সম্মুখীন বিজেপি নেতৃত্বাধীন বিরেন সিং সরকার।
ইতিমধ্যে তিন বিজেপি এমএলএ তাদের ইস্তফাপত্র জমা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও.ববি এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বুধবার (১৭ ই জুন) বিজেপির ৩ এমএলএ স্যামুয়েল জেন্ডাই, টিটি হাওকিপ ও সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দেন বলে জানা গেছে।
Four National People's Party ministers including Deputy Chief Minister Y JoyKumar Singh resign from BJP-led government in Manipur
— Press Trust of India (@PTI_News) June 17, 2020
এছাড়াও সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে উপমুখ্যমন্ত্রী ওয়াই জয় কুমার সিং সহ ন্যাশনাল পিপলস পার্টির ৪ মন্ত্রী সরকার থেকে ইস্তফা দিয়েছেন।
এছাড়াও এইআইটিসি এমএলএ এল রবীন্দ্র ও নির্দল এমএলএ আশাবুদ্দিন বর্তমান বিজেপি সরকার থেকে তাদের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:মোদীর বৈঠকে না ডাকা নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও.ববি জানান যে কংগ্রেসের নিজস্ব ২৭ এমএলএ ছাড়াও বর্তমানে সরকার গড়ার মত আরও ৬ এমএলএর সমর্থন রয়েছে।
গত নির্বাচনের পর বিজেপির ২৬ জন এমএলএ ছিলেন। কিন্তু ৩ জনের ইস্তফার ফলে বর্তমানে বিজেপির এমএলএ সংখ্যা দাঁড়াল ২৩ এ।৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় ইতিমধ্যে একটি বিধায়ক পদ খারিজ অবস্থায় রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584