ভাটপাড়া নাগালের বাইরে হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া বাহিনী

0
72

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

নতুন বছরের শুরুতেই বিজেপিকে বিশাল ধাক্কা দিল তৃণমূল। ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। ১৯-০-র ব্যবধানে বিজেপিকে হারায় মমতা বন্দোপাধ্যায়ের বাহিনী।

bjp loses majority bhatpara municipal | newsfront.co
কোলাজ চিত্র।

এদিকে বেআইনিভাবে আস্থা ভোট করানোর অভিযোগ তুলে এ দিন ভোটাভুটিতে অংশ নেয়নি বিজেপি। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া বাহিনী।

একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং বলেন, ‘‘তৃণমূল আইনের বিরুদ্ধে কথা বলছে।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো থেকে বাতিল কন্যাশ্রী

চেয়ারম্যান ২০ জানুয়ারি বৈঠক ডেকেছেন। সেটা না মেনে আজ বৈঠক ডাকতে পারে না। বনগাঁতেও এ ধরনের কাজ করেছিল ওরা। আদালত তা মানেনি। আমরা হাইকোর্টে গিয়েছি। দেখা যাক, হাইকোর্ট কী নির্দেশ দেয়, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেব’’।

অন্যদিকে, এর প্রত্যুত্তরে হাইকোর্টে বিজেপির চ্যালেঞ্জ জানানো প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাধিপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘‘এটা দুর্ভাগ্যের। গণতান্ত্রিক কাঠামোকে বিশ্বাস করতে হয়’’।

আরও পড়ুনঃ ‘মিত্রোঁর’ আলিঙ্গনই ছিল ভরসা, জানালেন ইসরো প্রধান

উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পুরপ্রধান পদ থেকে অর্জুন সিংকে অপসারিত করা হয়। সেদিন ২২-১১ ভোটে হেরে গিয়েছিলেন অর্জুন। গত বছরের জুন মাসে ভাটপাড়া পুরসভা ফের ‘দখল’ করে বিজেপি। ভাটপাড়ার চেয়ারম্যান নির্বাচিত করা হয় অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংকে।

অন্যদিকে, পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পরপরই মুকুল রায়ের তত্ত্বাবধানে একের পর এক পুরসভা দখল করে বিজেপি। এরপরেই পুরসভা বাঁচানোর প্রচেষ্টায় ভাটপাড়া পুনর্দখল করে ফের সফল হয় জোড়া ফুল বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here