ভাস্কর ঘোষ, ডোমকল, ৩ মার্চঃ
ভোটের নমিনেশন করতে ব্লক অফিসের ভেতরে ঢুকতেই এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। ঘটনায় নন্দদুলাল পাল জখম হয়েছেন। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নন্দদুলাল পাল ও জগন্নাথ দাস নামের দুই বিজেপি কর্মী নমিনেশন জমা করার জন্য ডোমকল ব্লক অফিসে যাওয়ার চেষ্টা করলে তাদের দুজনকে ঘিরে ধরে ব্যাপক মারধোর করে তৃনমূলের কর্মীরা বলে অভিযোগ । ঘটনায় নন্দদুলাল পাল জখম হন। তাঁর মাথা ফেটে যায়। তাঁকে গুরুতর অবস্থায় ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নন্দদুলাল বাবু বলেন,” সমগ্র জেলা জুড়েই হিংসার রাজনীতি করছে তৃনমূল। ওরাতো প্রকাশ্যেই বলছে বিরোধী শূন্য রাজ্য চাই। আজ আমি জগন্নাথ দাসকে সঙ্গে নিয়ে নমিনেশন করার জন্য ডোমকল বিডিও অফিসে ঢুকতে গেলে তৃনমূলের গুন্ডারা বাধা দেয়। আমরা তাদের কথা না শুনে ভিতরে ঢোকার চেষ্টা করলে তারা আমাদের ঘিরে ধরে ব্যাপকভাবে মারধোর করে।”
অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগকে উড়িয়ে দিয়ে জেলা তৃনমূলের মুখপাত্র অশোক দাস বলেন,” বিজেপি-র জেলায় চাল চুলো কিছুই নেই। প্রচারের আলোয় আসার জন্য আর টিভিতে মুখ দেখানোর জন্যই মিথ্যা নাটক করছে।”
জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ডোমকল ব্লক অফিসের সামনে সন্ত্রাস চালাচ্ছে তৃনমূল। বিরোধীদের কাউকেই অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছেনা বলেও অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584