শ্যামল রায়,কালনাঃ
সোমবার বিজেপির সাংগঠনিক আলোচনা সভা করে পূর্বস্থলী এক নম্বর ব্লকের অধীন দোগাছিয়ায়।
সভায় উপস্থিত ছিলেন ৩৫ নম্বর মন্ডল কমিটি র সভাপতি বিধান ঘোষ সহ অনেকে।
এই বৈঠকে শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বিধান ঘোষ বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে আগামী লোকসভা নির্বাচনের আগেই আমাদের সকলকে জনসংযোগ বাড়াতে হবে পাশাপাশি কেন্দ্রের নানান ধরনের সরকারি প্রকল্পের কথা ভোটারদের কাছে তুলে ধরতে হবে।
সেই সাথে রাজ্য সরকারের দুর্নীতি এবং সন্ত্রাসের কথাও তুলে ধরার জন্য গুরুত্ব আরোপ করেন ।
তিনি বলেন যে তৃণমূলের নেতাকর্মীরা তাদের সরকারের সাফল্যের কথা যতই জনমানসে তুলে ধরুক আদৌ মানুষ তাদের দলের প্রতি সমর্থন হারিয়ে ফেলছে। তাই নির্বাচনের আগে জোরপূর্বক বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে হামলা এবং মনোনয়নপত্র দাখিল করতে বাধা তৈরি করেছে। তা সত্ত্বেও যেখানে যেখানে প্রার্থী দেয়া সম্ভব হয়েছে ভোটে জিতলেও ভোট গণনার সময় সন্ত্রাস করে নিজেদের পক্ষে প্রার্থীর নাম ঘোষণা করেছে এটা গণতন্ত্রের পক্ষে অশুভ ইঙ্গিত।
আগামী লোকসভা নির্বাচনে এই খামতি কাটিয়ে উঠে জোটবদ্ধভাবে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য শক্তি বৃদ্ধির কথা জানিয়েছেন উপস্থিত নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584