ফ্রেজারগঞ্জে বিজেপির সভা

0
105

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

BJP meeting in Fraserganj
নিজস্ব চিত্র

খুন ধর্ষন ও প্রশাসনিক স্তরের প্রতিবাদের পাশাপাশি গনতন্ত্র বাঁচাও ডাক দিয়ে জনসভার আয়জন করছে জেলা বিজেপি । বুধবার দুপুরে প্রকাশ্য জনসভার ডাক দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতি পথসভার আয়জন করল নামখানা মন্ডল বিজেপি নেতৃত্ব। সাগরদ্বীপ বিধানসভার বকখালীর ফ্রেজারগঞ্জ জেটি ঘাট মোড়ে এই পথ সভায় মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিন ২৪ পরগনা জেলার পশ্চিম ভাগের সহসভাপতি সুফল ঘাঁটু।

আরও পড়ুন: সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে ঝাড়গ্রামে শ্রমিক মেলা

আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভার সমর্থনে গনতন্ত্র বাঁচাও পথসভায় বলেন আজ গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে।প্রশাসন সভার অনুমতি দিচ্ছে না।পূর্ব মেদিনীপুরে সভার মতো মথুরাপুর সভাতে হামলা চালানোর পরিকল্পনা করছে তৃনমূল।ফলে সর্তক থাকতে হবে কর্মিদের।আসন্ন লোকসভা নির্বাচনে একত্রিত হয়ে কাজ করতে হবে।মোদীর উন্নয়নকে স্লোগান তুলে বুধবার সভাপ্রাঙ্গনে যেতে হবে।সহসভাপতির পাশাপাশি মন্ডল কমিটির শতাধিক সর্মথক উপস্থিত ছিলেন পথসভাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here