বিজেপি কর্মীকে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
52

সুদীপ পাল,বর্ধমানঃ

BJP member injured by tmc
নিজস্ব চিত্র

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।কাঁকসার বিদবিহার পঞ্চায়েতের অজয় পল্লী এলাকার ঘটনা।অভিযোগ, দলীয় বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দলের নেতা অমল মন্ডল-সহ আরও কয়েকজনকে পন্ডিত রঘুনাথ মুর্মু সেতুর কাছে পথ আটকায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা।এরপর তাঁদের হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করেন কাঁকসার বিজেপি নেতা রমন শর্মা।

BJP member injured by tmc
নিজস্ব চিত্র

কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ বলছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কার্যকারী সভাপতি উত্তম মুখোপাধ্যায় মিথ্যে অভিযোগ বলে উল্লেখ করেন ঘটনাটিকে।
কাঁকসা ব্লকেই বিজেপির দেওয়াল দখল করে নেওয়া ও দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মোবাইলে আড়ি পাতার অভিযোগ ভারতীর

শেরপুর এলাকায় নির্বাচনের প্রচারে বিজেপির একটি দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে ও আর একটি দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।দলের দাবি, এলাকার দুটি দেওয়ালে চুন দেওয়া হয়েছিল।সেখানে বিজেপি লেখাও ছিল।

কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন সেই দেওয়ালে বিজেপি শব্দটি মুছে দিয়ে তৃণমূল লিখে দেয়। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে কাঁকসার বিডিওর কাছে।বিজেপির এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল।প্রশাসনের তরফে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here