তৃণমূলে বিজেপি সংসদ সৌমিত্র জায়া সুজাতা

0
98

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলার রাজনীতিতে দলবদলে ফের নয়া চমক। তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।

Sujata Mondal | newsfront.co
তৃণমূলে সুজাতা। নিজস্ব চিত্র

বিজেপিতে গুরুত্ব না পেয়েই তাঁর দলবদল বলে জানিয়েছেন সুজাতা। তাঁর কথায়, “বিজেপিতে সম্মান মর্যাদে নেই। পরিশ্রমী কর্মীদের কোনও জায়গা নেই। পরিশ্রমের পর যদি কোনও তপশিলি মহিলার সম্মানহানি হয় তাহলে সেখানে থাকা যায় না। দিনের পর দিন অত্যাচার সহ্য করা যায় না। তাই দল ছাড়ার সিদ্ধান্ত।”

আরও পড়ুনঃ দুর্গাপুরে বিজেপির যোগদান মেলা ঘিরে উত্তেজনা, মঞ্চ ভাঙচুর

বিজেপি মুখ্যমন্ত্রীর টোপ দেওয়ায় ‘ধান্দাবাজ’ লোকেরাই গেরুয়া শিবিরে গুরুত্ব পাচ্ছেন বলে অভিযোগ সুজাতার। এক্ষেত্রে তাঁর নিশানায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলেই মনে করা হচ্ছে। তৃণমূলে যোগ দিয়েই সুজাতা বললেন, “উড়ে এসে জুড়ে বসারাই এখন বিজেপিতে মান মর্যাদা পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হচ্ছে সকলকে।”

তাঁর দাবি, বর্তমানে বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী ও ১৩ জন উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here