মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে দিনহাটার বুড়িরহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে তাদের বুড়িরহাট এলাকার কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস।
চেয়ারটেবিল ভাঙচুর করা ছাড়াও টিভি সহ অন্যান্য বেশ কিছু জিনিসপত্র লুটপাট করা হয় । কার্যালয় সংলগ্ন বিজেপির লাগানো সমস্ত দলীয় পতাকা ছিড়ে ফেলা হয় । রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানা গিয়েছে।বিজেপির স্থানীয় মণ্ডল কমিটির সহ সভাপতি প্রদীপ কুমার বর্মণ বলেন, “মানুষ ওদের সাথে নেই। তাই রাতের অন্ধকারে এসে আমাদের দলীয় কার্যালয়ে এভাবে ভাঙচুর ও লুটপাট করেছে তৃণমূলের হার্মাদ বাহিনী।
আরও পড়ুনঃ সবং-এ প্রণব-সোমেন স্মরণ
রাতেই পুলিশকে জানিয়েছি। তৃণমূলের এই সন্ত্রাস মেনে নেওয়া যায় না। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামবো।” তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব অবশ্য বিজেপির তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রচারে আসার জন্য নিজেরাই ভাঙচুর করে তৃণমূলের নাম দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584