উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপি প্রার্থীপদ অপছন্দ। তাই হেস্টিংস পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় রাজ্যের নানা স্থানের বিজেপি কর্মীরা। এই বিক্ষোভ তড়িঘড়ি বন্ধ করতে তাদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি নেতৃত্ব।রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক প্রতাপ গঙ্গোপাধ্যায় বিক্ষোভকারীদের হেস্টিংস অফিসে ডেকে কথা বলেন বলে জানা গেছে।
পাশাপাশি এই বিক্ষোভে দিলীপ ঘোষের ইস্তফার দাবি তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ বিজেপির প্রার্থী তালিকায় কেন তৃণমূল থেকে আসা নেতাদের নাম রয়েছে এবং সেই প্রার্থীদের বদলের দাবিতে গতকাল রাত থেকে দলের হেস্টিংস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ আজও হেস্টিংস অফিসের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে ৷
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন শমীক-জয়প্রকাশ
দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ দেখান।দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রে শান্তনু বাপুলিকে প্রার্থী করেছে বিজেপি । উনি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন । হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মোহিত ঘান্টি । এই তিনটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু হয় ।
বিক্ষোভের মুখে পড়েন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশও।তাঁদের একটাই দাবি, অবিলম্বে ওই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে সরাতে হবে ৷ ওই প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলেও বিক্ষোভকারীদের দাবি ৷ তাঁদের অভিযোগ, পাঁচলায় বিজেপির প্রার্থীর বিরুদ্ধে তোলাবাজি, নারীপাচারের অভিযোগ রয়েছে ৷
আরও পড়ুনঃ প্রার্থী ঘিরে বিক্ষোভ পদ্ম শিবিরে! বৈঠকে শাহ-নাড্ডা
তাই প্রার্থী প্রত্যাহার অবিলম্বে করতে হবে ৷হেস্টিংস কার্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা। কুলপি, জয়নগর, ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি, ক্যানিং পশ্চিমে তোলাবাজ প্রার্থীর বদল চাই ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় ৷ তারপরই এই বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিজেপি ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584