নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
গতকাল বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের ওপর আক্রমণের প্রতিবাদে ক্ষোভ উগরে দিলেন বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গতবারের প্রার্থী নীলাঞ্জন রায়।
নীলাঞ্জন রায় অভিযোগ করেন যে, অভিষেক ব্যানার্জীর সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূলের গুন্ডাদের স্বর্গরাজ্য। তৃণমূলের গুন্ডারা মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর নির্দেশেই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নীলাঞ্জন রায়। তিনি আরও অভিযোগ করেন সারা রাজ্যে বিজেপির কার্যকর্তা খুন হচ্ছে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কনভয়ের ওপর হামলা চালানো হচ্ছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বদেরও ছাড়া হচ্ছে না। সারা রাজ্য জুড়ে পিসি-ভাইপো রাজত্বে প্রশাসন বলে কিছু নেই, এই বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য কমিটির নেতা।
আরও পড়ুনঃ ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি দু’শো মিলিয়ন দাবি সমীক্ষায়
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্র
এই ঘটনার প্রেক্ষিতে নীলাঞ্জন রায় আজ রাজ্যে ৩৫৫ ধারা লাগুর দাবি তোলেন। ডায়মন্ড হারবারে বিজেপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে নীলাঞ্জন রায়ের নেতৃত্বে আজ বালুরঘাট হিলি মোড়ে একটি পথ অবরোধও করে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার নেতাকর্মীরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584