সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বেহাল রাস্তা সংস্করণের দাবিতে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি। ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি সুফল ঘাঁটুর নেতৃত্বে কয়েকশ বিজেপি সর্মথক এদিন বিক্ষোভে সামিল হন। বিষ্ণুপুর এক নম্বর ব্লকের দক্ষিণ গৌরিপুর ঝাউতলা মোড়ে খারাপ রাস্তার সামনে বিক্ষোভ দেখায় তারা।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে ভাঙনঃ গঙ্গাগর্ভে বিলীন ঐতিহ্যবাহী মন্দির, ঘর হারিয়ে অসহায় মানুষের হাহাকার
অভিযোগ, বিষ্ণুপুর এক নম্বর ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ গৌরিপুর,ভান্ডারিয়া কাস্তেকুমারি , রসখালি থেকে প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ঘাটুরমোড় থেকে উচ্ছেখালি অবধি যে বাইপাস রাস্তা তা প্রায় দীর্ঘ দশ কিলোমিটার পিচের।
আরও পড়ুনঃ আসানসোলে গ্রেফতার সৌমিত্র, প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ
প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাও খারাপ। কোথাও একফুট কোথাওবা তার বেশী গর্ত। বৃষ্টি নামলে খালাখন্দে জমা জলে মৃত্যু ফাঁদ হয়ে ওঠে পথ চলতি থেকে নিত্য যাত্রীদের। ঘাঁটুর মোড় থেকে উচ্ছেখালি বাইপাস রাস্তা দিয়ে বারুইপুর মগরাহাট যাবার সহজ উপায় এই রাস্তা। দীর্ঘ দেড় বছর আগে পিচ দিয়ে নির্মিত হলেও সেভাবে তৈরি হয়নি রাস্তার নির্মাণ কাজ।
বাধ্য হয়ে বেহাল হয়ে পড়ে রাস্তাটি। শতাধিক অটো,টোটো,পা ভ্যান,ইঞ্জিন ভ্যান অন্যান্য গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। বারংবার প্রশাসনিক কর্তা থেকে জন প্রতিনিধিদের জানিয়ে মেলেনি সমাধান। বাধ্য হয়ে এবার পথে নেমে আন্দোলন শুরু করে জেলা বিজেপি। সাধারণ মানুষ থেকে বিক্ষোভকারী, সঙ্গে গাড়ির চালকদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্করণ করা হোক। আগামীতে কতটা কার্যকরী হয় অান্দোলনকারীদের আন্দোলন এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584