নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বাজারে বিজেপি দলের কর্মী ও নেতৃত্বরা সকাল থেকে রাস্তা অবরোধ করে স্লোগান দেয় বিজেপির প্রার্থী অমূল্য মাইতির বিরুদ্ধে। ঐ ঘটনার ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পথ অবরোধ তুলতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে ।
বিজেপি দলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য নির্মল বালা সহ আরও কয়েকজনকে পুলিশ মারধর করে বলে অভিযোগ। রুইনান বাসস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ করে প্রতিরোধ গড়ে তোলা হয় । রবিবার বহু গাড়ির ব্রিগেড এর সভায় যাওয়ার কথা ছিল । কিন্তু সমস্ত গাড়ি বাতিল করে নরেন্দ্র মোদীর সভায় না গিয়ে দলের প্রার্থী অমূল্য মাইতির প্রার্থীপদ বাতিলের দাবি জানান তারা ।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী না পসন্দ, জঙ্গলমহলে ভূমিপুত্র প্রার্থী দেবে সমন্বয় মঞ্চ
সবং এর বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী অমূল্য মাইতির প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে বিজেপি কর্মীরা সবং বিধানসভা জুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে । তাদের দাবি অবিলম্বে অমূল্য মাইতির নাম প্রার্থী হিসেবে বাতিল করতে হবে ,না হলে বিজেপির কর্মীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানানো হয় ।
শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেওয়া অমূল্য মাইতি কে বিজেপি কর্মীরা তাদের প্রার্থী হিসেবে মেনে নেবে না বলে দলের জেলা নেতাদের তারা হুমকি দিয়েছেন ।যদি তাদের কথা না শোনে তাহলে তারা প্রয়োজনে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে বিজেপির কর্মীরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584