নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশজুড়ে লকডাউন চলছে।যার ফলে সর্বস্তরের মানুষ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। তাই দরিদ্র পরিবারগুলি অসহায় অবস্থার মধ্যে রয়েছেন।
মঙ্গলবার গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী তার বিধানসভার অন্তর্গত গোয়ালতোড় থানার আমলাশুলি এলাকায় দরিদ্র পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য আমলাশুলিতে উপস্থিত হন।
তিনি যখন দরিদ্র পরিবারগুলিকে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন, সেই সময় আমলাশুলি এলাকার বিজেপির নেতা ও কর্মীরা এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আবেদন জানান বিধায়কের কাছে। তিনি তাদের দলে নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ গুজব ছড়ালে লেবেল লাগাবে টুইটার
সেই সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শতাধিক কর্মীর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক আশীষ চক্রবর্তী। তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপি ছেড়ে মঙ্গলবার যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেসে সম্মান দেওয়া হবে।
তৃণমূলে যোগ দেওয়া বিজেপি কর্মীরা বিজেপির রাজ্য নেতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দুর্দিনে মানুষের পাশে না দাঁড়িয়ে, দলের নেতাকর্মীরা কি অবস্থায় রয়েছেন তা খোঁজ না নিয়ে, কেবলমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা রকম মন্তব্য করছেন।
তাই বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584