আমপান দুর্নীতি নিয়ে সরব গেরুয়া শিবির

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই রাজ্যে সুপার সাইক্লোন আমপান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে শাসক দলের উপর দুর্নীতির অভিযোগ উঠেছে।

bjp protest | newsfront.co
নিজস্ব চিত্র

আর তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ঠিক এই সময় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো এই দুর্নীতির অভিযোগকে মূল হাতিয়ার বানিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে কোমর বেঁধে,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পুরসভার সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী, ব্যারিকেড গড়ছে বাসিন্দারা

এইদিন বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস। এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, সেইসব মানুষগুলো ক্ষতিপূরণ পাচ্ছেনা। অথচ যাদের কোন ক্ষতি হয়নি তারাই ক্ষতিপূরণ পাচ্ছে।

এখানেই শেষ নয় এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেউ কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস। পাশাপাশি কাঠমানি প্রসঙ্গ তুলে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন জেলা সভাপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here