মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের উপর গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার মাথাভাঙ্গা থানার সামনে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচি শুরু হওয়ার আগেই থানার সামনে উপস্থিত হয়েছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, মাথাভাঙ্গা থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা।
প্রসঙ্গত, গতকাল রাতে মাথাভাঙ্গা শহরের সুটুংগা সেতু সংলগ্ন এলাকায় বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের উপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেই শুক্রবার বিজেপি নেতারা এই বিক্ষোভে শামিল হয়েছেন।
এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে মাথাভাঙ্গা থানার পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা কোনো ভাবেই যাতে থানায় ঢুকতে না পারে তার জন্য থানার গেটে ব্যারিকেড লাগানো হয়েছে, মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ।
আরও পড়ুনঃ বালুরঘাটে ট্র্যাফিক পুলিশের গান্ধীগিরি, হেলমেটহীন মোটরবাইক আরোহীদের দেওয়া হল চকলেট
মাথাভাঙ্গার পুলিশের দাবি, “এই বিক্ষোভে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই আমরা সমস্ত রকমের পদক্ষেপ নিয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584