নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মঙ্গলবার বীরপাড়া সংলগ্ন দলগাঁও রেল স্টেশন পরিদর্শন করলেন এন,এফ,রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম কে এস জৈন সহ অন্যান্য রেল আধিকারিকরা দলগাঁও রেল স্টেশন পরিদর্শনে আসেন।

দলগাঁও রেল স্টেশনের স্টেশন সুপার ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানান। এদিন বিজেপির পক্ষ থেকে বীরপাড়ার ডলমাইটের সমস্যার সমাধান, রেল গেটে অবিলম্বে ওভার ব্রীজ তৈরী, দূরপাল্লার ট্রেন স্টপেজ ইত্যাদি দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ পদপৃষ্ঠে মৃতদের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক
এছাড়া মাদারিহাট স্টেশনে কাঞ্চন কন্যা এক্সপ্রেস সহ দূর পাল্লার ট্রেনের স্টপেজ দাবি জানিয়ে জেনারেল ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে আলোচনা করেন বিধায়ক মনোজ টিজ্ঞা ও বিজেপির জেলা সহ সভাপতি রাম বিলাস গোয়েল।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিল স্কুলবাস মালিকরা
এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির শ্রমিক নেতা সুরেশ শা সহ অসংখ্য বিজেপির নেতৃবৃন্দ। অপর দিকে বীরপাড়া বাসিন্দার পক্ষ থেকে একই দাবি জানিয়ে জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি তুলে দেওয়া হয় বলে জানান সঞ্জয় জৈন।
বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন, “ডলোমাইটের ধুলায় বীরপাড়ায় ব্যাপক ভাবে দূষন ছড়াচ্ছে। ডলোমাইট সরিয়ে নেওয়া, মাদারিহাট রেল স্টেশনে কাঞ্চন কন্যা সহ দূর পাল্লার ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন দাবি জানিয়ে জিএম কে স্মারকলিপি দেওয়া হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584