ডায়মন্ডহারবারে বিজেপির রক্তদান শিবিরে ‘তোলাবাজ ভাইপো হটাও’ স্লোগান অর্জুন সিংয়ের

0
55

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

শুভেন্দু অধিকারীর পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে বিজেপির রক্তদান শিবির থেকে তোলাবাজ ভাইপো হটাও স্লোগান দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ডায়মন্ডহারবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

arjun singh | newsfront.co
অর্জুন সিং, সাংসদ। নিজস্ব চিত্র

যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিনের রক্তদান শিবির থেকে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, “পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “রাজ্য চালাচ্ছে পিসি ভাইপো কোম্পানি।”

আরও পড়ুনঃ এবার কী রাজীব! অমিত শাহের হাওড়ায় জনসভার দিন ঠিক হতেই ফের বেসুরো মন্ত্রী

তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে সন্ত্রাস,সিন্ডিকেট রাজ চালাচ্ছে। এমনকি কয়লা পাচার, গরু পাচারের সাথে যুব তৃণমূল নেতা মিশ্রের যোগ নিয়ে কটাক্ষ করে বলেন, ভাইপোর সময় হয়ে এসেছে। পাশাপাশি তিনি আরো বলেন,ডায়মন্ডহারবারে নির্বাচন করাতে দলের কাছে তিনি দায়িত্ব নেওয়ার আর্জি জানাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here