মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এবার সাংসদকে আরও কড়া নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। এতদিন Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি।
সারাবছর ভাটপাড়ায় বোমা, গুলি, অশান্তি লেগেই থাকে। তারউপর অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ছে গোটা এলাকায়। অভিযোগ, চলতি মাসের শুরুর দিকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে যে বোম ফেটেছিল তার চিহ্ন ছিল স্পষ্ট। বোমাবাজির ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং।
BJP MP Arjun Singh gets 'Z' category security. The CISF has taken the charge of providing security cover to the leader since Tuesday. Ministry of Home Affairs had issued the order on September 13. pic.twitter.com/BXm9QLn4XX
— ANI (@ANI) September 15, 2021
আরও পড়ুনঃ সাংবাদিক অজিত ভারতীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পক্ষে সম্মতি অ্যাটর্নি জেনারেলের
সাংসদের বাড়ির সামনে এহেন বোমাবাজির ঘটনার পর তদন্তে নেমেছে এনআইএ। এরপরও কমেনি অশান্তি। বোমাবাজির রেশ কাটতে না কাটতেই ভাটপাড়ায় ফের অস্ত্র হাতে দুষ্কৃতীরা এলাকায় দাপাদাপি করে বলে অভিযোগ। একইসঙ্গে আবারও বোমাবাজি চলে এলাকায়। লাগাতার অশান্তির কারণে ভাটপাড়ার নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই কারণেই এবার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে Y+ ক্যাটেগরির থেকে বাড়িয়ে ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584