নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের কিছু জেলায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা, উঠে আসছে এমনই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। নিজের দলীয় কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, তিনদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিরাপত্তা ছাড়ার কথা জানান তিনি। রবিবার থেকেই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আসতে বারণও করে দিয়েছেন।CISF-এর ‘Y’ – ক্যাটাগরির নিরাপত্তা পেতেন লকেট।
আরও পড়ুনঃ রিসেশনের ছোঁয়া কি তবে এবার বিজেপিতে! বেতন পাচ্ছেন না বিস্তারকরা
তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই বাংলায় আমাদের কর্মীদের টার্গেট করা হচ্ছে। আমার লোকসভা কেন্দ্রেও প্রতিদিন শাসকদলের হামলার মুখে পড়তে হচ্ছে আমাদের কর্মীদের। মহিলারাও সুরক্ষিত নন।
আরও পড়ুনঃ দলবদলু তৃণমূল নেতাদের জন্য “বেসুরো” স্বীকারোক্তি ফর্ম বানালো দেবাংশু ভট্টাচার্য
তিনি এও বলেন, ‘আমি একজন জনপ্রতিনিধি হয়ে জনগনকে নিরাপত্তা দিতে পারছি না। নিজের কর্মীদের সুরক্ষিত না রাখতে না পারলে আমি নিরাপত্তা নিয়ে কি করব, তাই আমার নিরাপত্তা তুলে নেওয়া হোক।’লকেটের এই নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584