নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন। টুইট করে স্বয়ং একথা বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। টুইটে তিনি লেখেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।” বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, সেক্ষেত্রে একাধিক নাম নিয়ে চর্চাও চলেছে বাংলার রাজনীতিতে।
সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। প্রস্তুতি তুঙ্গে। আকাশে-বাতাসে রীতিমতো ভোটের গন্ধ। রাজনৈতিক দৌড়-ঝাঁপ শুরু করে দিয়েছে ডান-বাম সব পক্ষই। ৬ মাস আগেই ভোটের দামামা বেজে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখন নিত্য আলোচনার বিষয়।
আরও পড়ুনঃ শুভেন্দু ইস্যুতে ‘ডোন্ট কেয়ার’ ভাব বামেদের
— Dilip Ghosh (@DilipGhoshBJP) November 28, 2020
কখনও এই চর্চায় এসেছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, আবার কখনও এসেছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা নন্দীগ্রামের নায়ক শুভেন্দু অধিকারীর নাম। পাঁচ জনের মুখের কথা বললেও তা খোলসা করেননি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে
তাহলে কী ওই তালিকায় তাঁর নামও আছে! স্বয়ং বঙ্গ বিজেপির সভাপতির নামও মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে। অবশেষে দিলীপ ঘোষ স্বীকার করেছেন পাঁচ জন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে। এদিন টুইটের প্রথমে সাংবাদিকদের উদ্দেশে এমনই বলেন তিনি। পরে অবশ্য তাঁর বক্তব্যে স্বীকারোক্তি প্রকাশ পেয়েছে।
অন্যদিকে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর বিজেপি যোগ নিয়ে জল্পনা তো রয়েছেই। মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় সেই গুঞ্জন ফের বেড়েছে। তৃণমূল অভিযোগ করে আসছে বিজেপি বহিরাগতদের দ্বারা নিয়ন্ত্রিত। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, “এরাজ্যে মুখ্যমন্ত্রী হবেন কোনও ভূমিপুত্রই।” বাংলার মুখ্যমন্ত্রী যে কোনও বাঙালিই হবেন তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। তা সত্বেও এই ‘ভূমিপুত্র’ শব্দে জোর দেওয়ায় বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে অভিজ্ঞমহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584