মনিরুল হক, কোচবিহারঃ

বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় দেওয়াল লিখনে মনোনিবেশ করলেন কোচবিহার জেলার যুব মোর্চার সভাপতি অজয় সাহা।
এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন সামনে। যতই সোশ্যাল মিডিয়ায় প্রচার থাকুক না কেন পুরনো পন্থা অবলম্বন করতে পিছপা হচ্ছেন না বিজেপি। ইতিমধ্যেই মিহির গোস্বামীর তত্ত্বাবধানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দূর্গ হিসেবে খ্যাত ঘুঘুমারিতেও দেওয়াল লিখনের কাজ শুরু হল।

আরও পড়ুনঃ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দের জন্মতিথি উদযাপন
অজয় সাহা বলেন, আমরা প্রার্থীর নাম দেওয়াল লিখনের ক্ষেত্রে ব্যবহার করছি না। কিন্তু পদ্মফুলকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দেয়াল লিখন একটি অনবদ্য পদ্ধতি। চলতি বছর কোচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের নয়টিতে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির। তাই প্রথমদিন থেকেই কাজ শুরু করে নিজেদের জায়গা তৈরি করে নিতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584