নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সভার আগেই সমুদ্র সৈকত দীঘা সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও বিজেপির দলীয় পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে, এই ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ করছে বিজেপি নেতৃত্ব ৷ এরপর ঘটনার খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশি আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় বিজেপি নেতৃত্ব ৷
আরও পড়ুনঃ ক্ষীরপাইয়ে গোষ্ঠী দ্বন্দ্বের জের, বিজেপির অফিসে তালা দিল বিক্ষুব্ধরা
অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ৷ পাল্টা বক্তব্য অন্তর্দ্বন্দ্বের ফলেই ঘটেছে এই ঘটনা ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দীঘা থানার পুলিশ। এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584