তুফানগঞ্জে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভ দলীয় কর্মীদের

0
61

মনিরুল হক, কোচবিহারঃ 

বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

bjp party office | newsfront.co
ভেঙে দেওয়া বিজেপি কার্যালয়। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার ১ নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বিজেপি কার্যালয় ভাঙচুর করা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানার, পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ স্বাস্থ্য দফতরের উদ্যোগে ট্যাবলো-কবিগানে এইডস’র সচেতনতার প্রচার বালুরঘাটে

party office | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সুশৃঙ্খল আন্দোলনে পুলিশি মারধর মাদ্রাসা শিক্ষকদের

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

২৯/৩০ জেলা পরিষদের যুব মোর্চা মন্ডলের সভাপতি সৌরভ দাস বলেন, “রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনা এই এলাকায় নতুন নয় এর আগেও একাধিকবার কার্যালয়সহ দলীয় কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমরা বিষয়টির আইনানুগ তদন্তের দাবি রাখছি। আজ যুব মোর্চার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একটি কর্মসূচি রয়েছে, তার জন্যই আমরা এলাকায় জমায়েত হচ্ছিলাম, সেই সময়ে এই ভাঙচুরের খবর পাই স্থানীয় মানুষদের থেকে।”

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবু পাল বলেন,”যে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here