ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘রাজ্যের ভোট পরবর্তী হিংসা’র ভুরিভুরি অভিযোগ তুলে গতকাল এক সাংবাদিক সম্মেলন করে বঙ্গ বিজেপি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং মুখপাত্র স্বপন দাশগুপ্ত। সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিজেপি কর্মীদের উপর তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ করে তুলে ধরা হয় একটি ভিডিও।
ভিডিওতে দাবি করা হয় ভোট-পরবর্তী হিংসায় ‘মানিক মৈত্র’ নামের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে শীতলকুচিতে।সেই সাংবাদিক সম্মেলনের ভিডিওটির ১০ লক্ষের বেশি ভিউ হয়। শুধু তাই নয় ভিডিওটি বিজেপি ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজেও পোস্ট করা হয়। কিন্তু পরে সরিয়ে দেওয়া হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় আজ ৬ই মে একজন জীবিত সাংবাদিক ফেসবুকে দাবি করেন যে বিজেপির সাংবাদিক সম্মেলনের ভিডিওতে মৃত ঘোষিত ব্যক্তিটি আসলে তিনি নিজেই। তিনি ইন্ডিয়া টুডের সাংবাদিক অভ্র ব্যানার্জি।
অভ্র বাবু সেই বিতর্কিত ভিডিওর স্ক্রিনশটসহ টুইট করে জানান , “আমি অভ্র ব্যানার্জি, শীতলকুচি থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে সুস্থ-সবল রয়েছি। বিজেপির আইটি সেল এখন দাবি করছে যে আমি নাকি মানিক মৈত্র। এই সমস্ত ভুয়ো পোস্টে বিশ্বাস করবেন না এবং ঘাবড়ানোর কিছু নেই। আমি আবার বলছি আমি এখনও জীবিত।”
ইন্ডিয়া টুডে’র সাংবাদিক অভ্র বাবু সংবাদমাধ্যমকে জানান,”আমি এদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে দেখি একশোর বেশি মিস কল। কি ঘটেছে তা জানার আগেই আমার বন্ধু অরবিন্দ আমাকে জানায় যে বিজেপির আইটি সেল আমার ছবি ব্যবহার করেছে মানিক মৈত্রের জায়গায়, যে নাকি শীতলকুচিতে খুন হয়েছে। আমি প্রচন্ড আঘাত পেয়েছি কারণ আমি ১৪০০ কিলোমিটার দূরে, আর এই ধরনের ভুল তথ্য বিশাল ক্ষতিকারক হতে পারে।”
(তথ্যসূত্র: অল্ট নিউজ)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584