কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী লোকসভা ভোটে রাজ্যের ৪২ টি আসনের অন্তত মধ্যে অন্তত ২৬ টি তে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। আর আর সেই লক্ষ্যে পৌঁছাতে জঙ্গলমহলকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ১৬ জুলাই মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসমাবেশ উপলক্ষ্যে তৎপর বিজেপি নেতৃত্ব। কলেজ মাঠে সভাস্থল পরিদর্শন করে কোথায় মঞ্চ হবে, কোথায় ভিআইপি বসবে, কর্মী সমর্থকরা কোথায় বসবেন, কোথা থেকে প্রবেশ করবেন তা প্রাথমিক ভাবে আলোচনা করা চলছে। বুধবার কলেজমাঠে সভাস্থলে পরিদর্শনে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী । রাজু ব্যানার্জী সাংবাদিকদের বলেন, “প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ব্যাপক আকারে প্রচার হচ্ছে।মেদিনীপুরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দিপনা রয়েছে কবে নরেন্দ্র মোদীকে দেখবেন।প্রস্তুতি প্রায় তুঙ্গে,দম ফেলার সময় নেই তাদের। প্রত্যেক কার্যকর্তারা না খেয়েই কাজ করছেন।প্রায় যুদ্ধকালিন তৎপরতায় প্রস্তুতি চলছে।এর আগে অমিত শাহ জী এসেছিলেন সেখানে দেখেছেন তৃনমূল কংগ্রেস হিন্দিতে পর্যন্ত স্বাগত করেছেন অমিত জী কে।কারন তারা বুঝতে পেরেছেন তাদের পায়ের তলার মাটি নেই। ভয় পাচ্ছেন যে মোদিজী ও অমিত জী পশ্চিম বাংলায় আসছেন আসবেন, তারজন্য তারা আমাদের আগেই অভিনন্দন বার্তা দেওয়ার জন্য প্রত্যেক জায়গা মুড়ে দিচ্ছেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নিয়ে দ্বিতীয়বার পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন। এর আগে বিধানসভা নির্বাচনের সময় খড়গপুর শহরে এসেছিলেন দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচার সভায়। ১৬ জুলাই দ্বিতীয়বার মেদিনীপুরে আসছেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৎপর জেলা বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584