তন্ময় মণ্ডল, কলকাতাঃ
কুমারগঞ্জের ১৭ বছরের কিশোরীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার পথে নামল রাজ্যের বিজেপির নেতা নেতৃত্ববৃন্দরা। আজ সকালে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল বিজেপির।
কিন্তু রাজ্য পুলিশের অনুমতি দেয়নি। তাই রাজ্য বিজেপি নেতৃত্বরা রাজ্য পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়। আজ দুপুরেই এই মিছিল মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশ শুক্রবার বিকেল সাড়ে চারটের মধ্যে নন্দন থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল হয়ে এক্সাইড পর্যন্ত মিছিল হবে।
বিজেপির এই মিছিলের নেতৃত্বে রয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ আরো অনেকে। রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি এবং কুমারগঞ্জ গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নন্দন থেকে এক্সাইড পর্যন্ত মিছিল করে বিজেপি।
আরও পড়ুনঃ মাদক মামলায় দশ বছরের কারাদণ্ড বহিষ্কৃত স্থানীয় তৃণমূল নেতার
তবে মিছিল শুরুর আগে নন্দন চত্বরে উত্তেজনা ও পুলিশের অনুমতি ছাড়াই জমায়েতের অভিযোগে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাই পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। অন্যদিকে পুলিশের বক্তব্য, কেন অনুমতি ছাড়াই জমায়েত তার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।
কেন অনুমতি ছাড়াই জমায়েত করা হচ্ছে সেই প্রশ্নও করেন পুলিশকর্মীরা। এই প্রশ্ন করায় পুলিশের সঙ্গে বচসা করেন বিজেপির একাধিক সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584