শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিধানসভায় গিয়ে পার্থ চট্ট্যোপাধ্যায় ও ববি হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সব্যসাচী দত্ত, এভাবেই বিজেপির সঙ্গে প্রায় ২ বছরের সম্পর্কে ইতি টানেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বিধানসভার বাইরে প্রতিবাদ জানান তিনি।
শুধু তাই নয়, বিধানসভার ভিতরে নজিরবিহীন ভাবে দলীয় কাজের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করবেন বলেও জানান শুভেন্দু। এমনকি এর বিরুদ্ধে রাজ্যপালের কাছেও দরবার করবেন তাঁরা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কিভাবে বিধানসভার মধ্যে কোনও নেতার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করানো যায়! যদিও শুভেন্দু এও বলেন সব্যসাচীর দল বদলানো নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই কিন্তু বিধানসভার ভিতরে দলীয় যোগদান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানিয়েছেন কাজের দিন শুরু হলে এ নিয়ে অধ্যক্ষের কাছেও ডেপুটেশন দেবেন তাঁরা।
আরও পড়ুনঃ লখিমপুর খেরির ঘটনায় ক্রাইম ব্রাঞ্চে হাজিরা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রর
তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, বিধানসভায় যোগদান করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়! তার চেয়ে অনেক খারাপ কথা বিধানসভায় হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584