নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কোভিড পরিস্থিতিতে বিদ্যুৎয়ের মাশুল সম্পূর্ণ মকুবের দাবিতে শনিবার ফালাকাটা বিদ্যুৎ বন্টন নিগম দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এদিন দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে বিদ্যুৎ দফতরে গিয়ে বিদ্যুৎয়ের মাশুল মকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এদিন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা,বিজেপির মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ রাস্তার দাবিতে, তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তন বসুু মানুষকে বিদ্যুৎ বিল জমা না দেওয়ার নিদান দেন। তিনি এও বলেন, যে বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গড়ে বিজেপি বিদ্যুৎয়ের সস্তা মূল্য ঘোষণা করার পরেই রাজ্যের মানুষের কাছ থেকে বিদ্যুতের বিল নেওয়া হবে।
আরও পড়ুনঃ হুমগড়ে বিজেপির যুব মোর্চার সমাবেশে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শঙ্কুদেব পণ্ডার
দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সব থেকে মহার্ঘ্য বলে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন সায়ন্তন। সায়ন্তন বসু আরো বলেন, এবার ফালাকাটা বিধানসভার আসনটি ছিনিয়ে নিয়ে ৫০ হাজারের বেশি ভোটে তারা জিতবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584