ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদদের শতকরা ৩০ শতাংশ বেতন কেটে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্যসভার সদস্য সুব্রামানিয়াম স্বামী সোমবার কেন্দ্র সরকারকে নতুন সংসদ ভবন নির্মাণের জন্য যে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন।
I have welcomed the MPs’ pay cut by 30% for a year. I also think the Rs.25, 000 crores new Parliament building construction should be postponed for a year too.
— Subramanian Swamy (@Swamy39) April 6, 2020
টুইটারে সুব্রামানিয়াম স্বামী লিখেছেন,”আমি সাংসদদের ১ বছরের বেতনের ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। নতুন সংসদ ভবন নির্মাণের জন্য যে ২৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও এক বছরের জন্য স্থগিত রাখা উচিত।”
ইতিমধ্যে কংগ্রেস পার্টিও সাংসদদের বেতন কেটে নেওয়ার মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু আগামী দুবছরের জন্য এমপিল্যাডের টাকা কেটে নিয়ে প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা। তাদের দাবি এমপিল্যাডের টাকা সংসদের নিজের এলাকার উন্নতির জন্য বরাদ্দ থাকে। এ টাকা কেটে নেওয়ার মাধ্যমে সাংসদদের ভূমিকাকে খাটো করা হচ্ছে।(ফিচার ছবি সৌজন্যে সুব্রামানিয়াম স্বামীর টুইটার একাউন্ট)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584