সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে গরু পাচারকাণ্ডে গ্রেপ্তার করেছে সিবিআই। আর এই খবর ছড়িয়ে পড়ার পরে বহরমপুর শহরে অনুব্রত মণ্ডলের মুখোশ পরে শহরের বুকে গুড় বাতাসা এবং নকুল দানা নিয়ে চড়াম চড়াম ঢাকের তালে বিজেপির মিছিল।
এই মিছিল থেকে বহরমপুর বিধানসভার বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে অনেক ‘শ্রী’ দেখেছি এই সরকারের আমলে, এবার আমরা এক নতুন শ্রী দেখছি, চোরশ্রী। এবার পশ্চিমবঙ্গে মাননীয়ার অনুপ্রেরণায় চোরশ্রী পদক দেওয়া হোক। এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে প্রশ্ন করেন, “কিছুদিন আগে আলিপুর চিড়িয়াখানায় বাচ্চা কে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, সেখানে দেখলাম মাননীয়ার অনুপ্রেরণায় সিংহের বাচ্চা হয়েছে। তাহলে আজকে এবং পূর্বে যে চোর ধরা পড়েছে তার সম্পূর্ণ অনুপ্রেরণা কি মাননীয়ার?”
বিধায়ক কাঞ্চন মৈত্র এদিন সাংবাদিকদের বলেন, “বহরমপুরের বুকের উপর দিয়ে হাজার হাজার ট্রাক গরু পার হয়েছে তাতে প্রশাসনের কেউ হাত দিতে পারেনি। আজ সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতে সিবিআই পুলিশের তৎপরতায় চড়াম চড়াম অনুব্রত চোর ধরা পড়েছে। এই চুরির দায় একা অনুব্রতের নয় এর দায় তৃণমূল সরকারের। এই দায়ের সঙ্গে অভিষেক এবং মমতা ব্যানার্জি উভয় যুক্ত আছেন।“ তিনি বলেন “বিনয় মিশ্র আজ পালিয়ে আছেন কেন? কোথায় গেল গরু ,বালি আর কয়লার টাকা? যখন যুব তৃণমূলের সভাপতি ছিলেন অভিষেক ব্যানার্জী তখন বিনয় মিশ্র যুব সম্পাদক ছিলেন। সেই বিনয় মিশ্রের হাত ধরে ও বহরমপুরের অনেক নেতার মাধ্যমে কোটি কোটি টাকার গরু গিয়েছে আর অনুব্রত কে সিবিআই গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাচ্ছে। এই দায় মমতা ব্যানার্জিকে নিতেই হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584