পিয়ালী দাস, বীরভূমঃ
ধর্ষিতা নাবালিকাকে নিয়ে প্রকাশ্য রাস্তায় মিছিল করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে বোলপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়।
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন নির্যাতিতা নাবালিকাকে নিয়ে প্রকাশ্যে বিজেপির জেলা সভাপতি মিছিল করেছে সেটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ তাই ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে ইমরান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে । অভিযোগ পাওয়ার পরে বোলপুর থানার পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কিন্তু সমস্ত কিছুকে নিয়েই রাজনীতি বিজেপির বদঅভ্যাসে পরিনত হয়েছে।
আরও পড়ুনঃ কান্দিতে চোর সন্দেহে ধৃতকে শারীরিক নিগ্রহের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিক্ষোভ
ক্রমশ পায়ের তলা থেকে রাজনৈতিক মাটি সরে যাওয়ার জন্য নিগৃহীতা নাবালিকাকে নিয়ে বোলপুর শহরে প্রকাশ্যে দিনের আলোয় বিজেপি জেলা সভাপতি নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে, মিছিলের একদম সামনে নাবালিকাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার তীব্র সমালোচনা করেছেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা তিনি বলেন ভারতবর্ষের সংবিধান এবং আইন কোনটাই বিজেপি মানে না।
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে নিগৃহীতা যে সেই মহিলার পরিচয় গোপন রাখতে হবে সেখানে এই মহিলাটি নাবালিকা তাই পুলিশ সঠিক পদক্ষেপ নিয়েছে, শ্যামাপদ মন্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে।
আরও পড়ুনঃ নন্দনপুর কাণ্ডের মূল অভিযুক্তর জামিনের বিরোধিতা করে ধরনা
যদিও বীরভূম জেলা বিজেপির সহসভাপতি জানান তাদের কোন এক মহিলা কর্মী না জেনে বুঝে নাবালিকা নিগৃহীতা মেয়েটিকে মিছিলে নিয়ে এসেছিল তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
বোলপুর থানা পুলিশ সূত্রে খবর বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তীব্র নিন্দা করেছেন সাংসদ শতাব্দী রায় তিনি বলেন অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা নিন্দার ভাষা নেই একজন নাবালিকা যিনি অপরাধের শিকার হয়েছেন তাকে এইভাবে রাস্তায় নামিয়ে রাজনৈতিক মিছিলে হাঁটানো অত্যন্ত ঘৃণ্য অপরাধ লজ্জায় মাথা কাটা যাচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কড়া শাস্তি হওয়া উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584